ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২০:২৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২০:৩০ পিএম
ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদের ডাকে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
ভোলায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদের ডাকে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দ্বিতীয় দিনের মত ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বরে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মেনে নেওয়া যায় না। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের মত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদেরও দশম গ্রেড দিতে হবে। এই দাবি আদায়ের জন্য মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করা হবে। এরমধ্যে দাবি না মানলে তারা আগামী রবিবার কেন্দ্রীয় সিদ্ধান্তে বড় কর্মসূচির করবেন বলেও জানান।
এসময় বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদ উল্যাহ, ভোলা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার দিন ইসলাম লিমন, সদরের ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।