চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৯:২১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৯:৩৩ পিএম
চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানার উত্তরা আবাসিক এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে- এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্রটি গত ৫ আগস্ট সিএমপির হালিশহর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি একটি।