কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৪:৩৯ পিএম
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মহাসড়কটি ব্যবহারকারী গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন। শ্রমিকরা কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও বিষয়টি সমাধান না হওয়ায় তারা প্রথমে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেন, পরে তাদের দাবি মেনে না নেওয়ায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা অবরোধ করে রাখেন।
শিউলি আক্তার নামে কারখানাটির এক সুইং অপারেটর বলেন, ‘গত তিন মাস কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধ করছে না। একের পর এক সময় দিয়ে আমাদের ঘুরিয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়েই মহাসড়ক অবরোধ করেছি।’