× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানা থেকে লুট হওয়া দুটি শটগান মিলল জঙ্গলে

রাজশাহী অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম

উদ্ধার হওয়া শটগান। প্রবা ফটো

উদ্ধার হওয়া শটগান। প্রবা ফটো

রাজশাহী নগরীর পদ্মা নদীর পারের জঙ্গল থেকে দুটি শটগান, এক রাউন্ড গুলি ও সিলিং উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে নগরীর লালন শাহ মুক্তমঞ্চের কাছে পদ্মা নদীর কিনারায় একটি জঙ্গলে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ ও সেকেন্ড অফিসার তাজ।

তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি রাজশাহী জেলার বিভিন্ন থানা থেকে লুট হয়েছিল। এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়োল্লাসের সময় দুর্বৃত্তরা রাজশাহী নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়।

উদ্ধার হওয়া দুটি শটগানের মধ্যে একটি আরএমপির বোয়ালিয়া থানার অস্ত্র বলে জানায় পুলিশ।

ওসি মেহেদী মাসুদ বলেন, ‘আরএমপিসহ সারা দেশের বিভিন্ন থানা থেকে পুলিশের বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে আমরা তৎপর আছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আমরা জানতে পারি দুটি অস্ত্র পদ্মা নদীর ধারে জঙ্গলের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে বোয়ালিয়া থানার একটি টিম গিয়ে দুটি শটগান, এক রাউন্ড গুলি ও পুলিশের ব্যবহৃত সিলিং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার মধ্যে একটি অস্ত্র বোয়ালিয়া মডেল থানার। অন্যটির গায়েও আরএমপি লেখা রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা