× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজউদ্দীন মেডিকেলে ফের লিফট দুর্ঘটনায় রোগীর স্বজনের মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৩:২৪ পিএম

দুর্ঘটনাকবলিত লিফট। প্রবা ফটো

দুর্ঘটনাকবলিত লিফট। প্রবা ফটো

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে ভর্তি তার সন্তানের সঙ্গে ছিলেন।

স্বজন ও হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা বলেন, জাহিদুল কয়েক দিন আগে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নিচে নামার জন্য লিফটে কল করেন ১০ তলা থেকে। তবে ওই লিফট নাকি নষ্ট ছিল, লিফটমানও ছিলেন না। তিনি লিফট কল করলে দরজা খুলে যায় কিন্তু লিফট আসেনি। তিনি ভেতরে পা দিলে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান। তবে এ লিফটে কয়েক দিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং কাউকে সতর্কও করেনি।

হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য আইয়ুব হোসেন বলেন, খবর পেয়ে লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিশু ওয়ার্ডে ভর্তি থাকা নিহতের পাশের বেডের আকাশ বলেন, ‘আমি আর জাহিদ ভাই পাশাপাশি বেডে কয়েক দিন হলো রয়েছি। আমি চা খেয়ে ফেরার পথে শুনি লিফটের ওপর থেকে তিনি পড়ে গেছেন।’

তাজউদ্দীন হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘লিফট থেকে পড়ে একজন মারা গেছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জানতে পেরেছি লিফটি সচল ছিল না, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তদন্ত করে দেখা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে এ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ নামে এক রোগীর মৃত্যু হয়। এ ছাড়া ৩ মে চিকিৎসা নিতে আসা জিল্লুর রহমান নামে এক রোগী হাসপাতালের ১২ তলায় লিফটের পাশের একটি ফাঁক দিয়ে পড়ে মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা