× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৩ পিএম

শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে গত শনিবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে স্থানীয় কয়েকটি মসজিদে দোয়া ও নয়াহাট বাজারে কেক কাটা হয়। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরই জেরে রাতে নয়াহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। কিছু সময় পর ফের অপর পক্ষ পাল্টা হামলা চালিয়ে বিএনপির নেতা ও সমর্থকদের আহত করে। হামলায় স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান হোসেন গাজী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল এবং বিল্লাল হোসেন গাজী আহত হন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত গতকালের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। তিনি বলেন, অতীতের সকল মামলা-হামলা হয়রানি ভুলে তাদের ক্ষমা করে দিয়ে আমরা চেয়েছিলাম পারস্পরিক শান্তিপূর্ণভাবে বসবাস করতে। গতকাল স্বৈরাচারের দোসররা যে ঘটনা ঘটিয়েছে, এরপর তাদের আর ছাড় নয়।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মাসুদ বেপারি, পৌর স্বেচ্ছাসেবক দলের আরিফ পাটওয়ারী, ফারুক হোসেন, যুবদলের আমজাদ হোসেন শিপন, জাহাঙ্গীর আলম নান্টু, ইমাম হোসেন পাটওয়ারী, আমিন মিজি, ছাত্রদলের মেহেদী হাসান মঞ্জু, আল আমিন মোল্লা প্রমুখ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন, নয়াহাট এলাকায় দুই গ্রুপের মারামারির ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা