লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০১ পিএম
লক্ষ্মীপুরে ওয়াপদা খালের তীব্র স্রোতে ভাঙন ঝুঁকিতে বাজার
ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ জনপদ। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে জামায়াতে
ইসলামীর আয়োজনে মানববন্ধন হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের
চাঁদখালী বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়রা জানায়, ভাঙন ঝুঁকিতে রয়েছে
চাঁদখালী বাজার, আব্দুর রব উচ্চ বিদ্যালয়, বাজার জামে মসজিদ, জকসিন-ওয়াপদা সড়ক, বসতঘর,
ফসলি জমিসহ সৈয়দপুর, রামানন্দি ও চাঁদখালী গ্রামের বিস্তীর্ণ জনপদ। মানববন্ধনে
চাঁদখালী আব্দুর রব উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল
হোসেন মহব্বত, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াকুব শরীফ, অধ্যাপক আব্দুর রহমান
জাহাঙ্গীর, ইউপি সদস্য ওমর ফরুক, সংগঠক পারভেজ মাহমুদ শামীম, জামেয়া দারুল মাদ্রাসার
শিক্ষক আবু ইসহাক প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
মাওলানা ইয়াকুব শরীফ বলেন, চাঁদখালী ও রামানন্দি গ্রামের
বিস্তীর্ণ এলাকা খালের ভাঙনে তলিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ভেঙে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
এ অঞ্চলের বহু মানুষের বাড়িঘর বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধে কার্যকরী ভূমিকা না
নিলে দুটি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে।
মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, ইউনিয়নের তিনটি গ্রামের মাঝ
দিয়ে ওয়াপদা খাল প্রবাহিত। খালের তীব্র স্রোতে দুই কূলের মানুষ এখন মানবেতর জীবনযাপন
করছে। আমাদের ঐতিহ্যবাহী চাঁদখালী বাজার ও এ রব উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
ভাঙন ঝুঁকিতে রয়েছে। রামানন্দি ও চাঁদখালী গ্রামের একটি অংশ ভেঙে প্রায় ৪০০ পরিবার
গৃহহীন হয়ে পড়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের
দৃষ্টি আকর্ষণ করছি।
জানতে চাইলে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী
প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, রহমতখালী খাল ও ওয়াপদা খালের বিভিন্ন এলাকায় ভাঙন
দেখা দিয়েছে। ভাঙন রোধে বিভিন্ন এলাকায় কাজও করা হয়েছে। চাঁদখালী এলাকাও আমরা পরিদর্শন
করেছি। ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।