× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় নিহতের জেরে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতি ৫০ লাখ টাকা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহতের জেরে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতি ৫০ লাখ টাকা

নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রের মৃত্যুর জের ধরে উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসান মোল্লা, হাসান সরদার, মোস্তাক শেখের বাড়িসহ কমপক্ষে ৮টি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর উপজেলার রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নাছিম শেখ নামে এক কলেজছাত্র নিহত হন। ওইদিন রাত ৮টার দিকে পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে আরবি পড়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, নাসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর জের ধরে গত ১০ সেপ্টেম্বর নিহতের মা তানিয়া সুলতানা ও চাচা শওকত শেখের নেতৃত্বে হাসান মোল্লা, হাসান সরদার, মোস্তাক শেখ, নাজমুল শিকদার, আজিজুর শিকদারেরসহ ৮টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। 

হাসান মোল্লা অভিযোগ করে বলেন, ‘আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটায় তারা। এতে আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ অভিযোগের বিষয় জানতে চাইলে নাসিমের চাচা শওকত হোসেন বলেন, ‘নাসিমের পূর্বে একটা ঝামেলা ছিল। আমরা মনে করছি সেই কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে হত্যার বিচার চাই।’

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নাসিমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা