টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুটি রোডম্যাপ চাচ্ছি। একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভেতরে সংস্কার হবে। সংস্কারের রোডম্যাপ যদি সফল হয়, তাহলে পরবর্তীতে দেরি না করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহল দ্বিতীয়টি ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে রাত ১০টায় তিনি কক্সবাজারে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস নয়। উনি চলে যাওয়ার পরে মাঝে মধ্যে টেলিফোনের কথা শুনতে পাই। নিশ্চয়ই তিনি উপলদ্ধি করেছেন দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না তাই জোর করে আবার নিজের স্থান করে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে না বলে আমি মনে করি। তিনি যদি অপরাধী হন, কোনো অপরাধ করে থাকেন তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, এখন তাদেরই (আওয়ামী লীগ) মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না।
শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়ে বলেছেন, ছাত্র আন্দোলন ছিল একেবাবেই পরিকল্পিত। আমি উনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলব। আমার জানামতে এ আন্দোলন ছিল ছাত্রদের অধিকারের ব্যাপার। সেই অধিকারটা অন্য কিছু না। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।