জসক আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম
ফুটবল টুর্নামেন্ট শেষে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। প্রবা ফটো
জয়পুরহাট সরকারি কলেজ (জসক) মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় হিসাবিজ্ঞান বিভাগ ও দর্শন বিভাগের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে উভয় দল ১-১ গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়ে জয় নিশ্চিত করে হিসাববিজ্ঞান বিভাগ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে শুরু হয় আন্তঃবিভাগ খেলার ফাইনাল টুর্নামেন্ট। এতে হিসাববিজ্ঞান বিভাগ দর্শন বিভাগকে হারিয়ে ১(৪)-১(৩) টাইব্রেকারে হারিয়ে জয় লাভ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসান, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও শরীরচর্চা বিভাগের শিক্ষক মাহবুব মোরশেদুল আলম, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক আমিনুর রহমান সুইট, টুর্নামেন্ট কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল প্রমুখ।
রেফারি হিসেবে ফাইনাল খেলা পরিচালনা করেন তাপস রায়, তাকে সহযোগিতা করেন শাহিন আলম, বাদল হোসেন এবং চতুর্থ রেফারি হিসেবে গোলাম রাব্বানী। এ খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পান দর্শন বিভাগের শিক্ষার্থী মো. রকি, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হন হিসাববিজ্ঞানের শিক্ষার্থী মো. শাহাবুদ্দিন, সেরা গোলদাতা হন একই বিভাগের মো. রায়হান ও সেরা গোলরক্ষকের পুরস্কার পান হিসাববিজ্ঞানের শিক্ষার্থী মো. নাসির।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর জয়পুরহাট সরকারি কলেজের আয়োজনে ওই কলেজের মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। কলেজের ১৬টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত এই খেলার পর্দা রবিবার ফাইনাল খেলার মাধ্যমে নামল।