নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আটক আতাউর রহমান উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মোগড়াপাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানিয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটে প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের দোকান খুলে দেয়। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা করে প্রতিদিন দুই লাখ টাকার উপরে চাঁদা আদায় করে।
স্থানীয়দের অভিযোগ নাফ ও বোরাক পরিবহন এবং ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করছে আতাউর। শুধু তাই নয়, আতাউর, মোতালেব কমিশনারসহ বিএনপির একাধিক নেতা মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোন ও বিভিন্ন কারখানায় গিয়ে মালিকদেরকে ওয়েষ্টটেজসহ বিভিন্ন মালামাল তাদেরকে নির্দেশ দেয়।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান জানান, আতাউর চাঁদাবাজ না। তাকে শত্রুতা করে আটক করানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘সেনাবাহিনী সদস্যরা আটকের পর সকালে আতাউর রহমানকে থানায় দিয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ যাচাই বাছাই চলছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’