বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০০ পিএম
গ্রেপ্তারকৃত মাহামুদুল আজাদ রিপন। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনকে বরণ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরগুনায় কেক কেটে তার ভিডিও ছড়িয়ে দেয়ার পর মাহামুদুল আজাদ রিপন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা শহরের দুধ পট্টিতে একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রবিবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
জানা গেছে, শনিবার রাতে শহরের ফার্মেসি পট্টি আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
ভিডিওতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা কেক কেটে নিজেদের মধ্যে খাওয়ার দৃশ্য দেখা যায়। এসময় তারা জয়বাংলা স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর দুধ পট্টির ওই চায়ের দোকানে গেলে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা থানার মামলার পুরাতন আসামি। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।