× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০০ আমগাছ কেটে জমি দখলের অভিযোগ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৮ পিএম

৮০০ আমগাছ কেটে জমি দখলের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় আমবাগান দখল করে গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. আবুল হোসেন নামে এক ফল ব্যবসায়ী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্যারিমোহন গ্রন্থাগারে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আবুল হোসেন ঢাকার সাভারের জালেম্বর মহল্লার নিরাজ উদ্দীন দেওয়ানের ছেলে। তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম দেওয়ান এন্টারপ্রাইজ।

লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, নওগাঁর পত্নীতলার ব্যবসায়ী আনিছুর মোল্লা তার বন্ধু। তার মাধ্যমে ১২ বছর আগে ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালী রাণী ঘোষ থেকে ৬০ লাখ টাকায় পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪ দশমিক ৩২ একর জমি কেনেন। পরে জমিতে ১ হাজার ২০০ আমগাছ লাগিয়ে ভোগদখল করে আসছিলেন। গত ১৫ সেপ্টেম্বর পূর্ব পাটিচোরা গ্রামের নাঈম হোসেন এবং তার দুই ভাই লেমন হোসেন, ছেলিম হোসেনসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাগানে অনাধিকার প্রবেশ করে ৮০০-এর বেশি আমগাছ কেটে ফেলে। এতে তার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় বর্গাদার আব্দুস সামাদ তাদের বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

অভিযুক্ত নাঈম হোসেন বলেন, ‘জমিটি ১৯৯১ সালে খারিজ ও পত্তনমূলে আমাদের নামে হোল্ডিং আছে। আমরাই ওই জমির মালিক। তাদের জমির দাগও আলাদা। বিষয়টি নিয়ে যেহেতু বিবাদ চলছে, তাই আমরাও থানায় বসতে চেয়েছিলাম। কিন্তু তিনি না বসে টালবাহানা করেন। আমরা জমির মালিক, আমরা তো দখল নেবই।’

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘আমবাগান মালিকানা সমস্যা নিয়ে আবুল হোসেন নামের এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন। কয়েক দিন আগে থানায় এসে জানান, বাগানের গাছ কেটে ফেলা হচ্ছে। পুলিশকে পাঠিয়ে সেটা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে জেনেছি তিনি আদালতে গিয়েছেন। এখন আদালত থেকে যে নিদের্শনা আসবে সেটা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা