× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জেলায় কুকুরের কামড়ে আহত ৯৪

রাঙামাটি ও পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬ পিএম

দুই জেলায় কুকুরের কামড়ে আহত ৯৪

রাঙামাটি ও পঞ্চগড়ে গত দুই দিনে কুকুরের কামড়ে অন্তত ৯৪ জন আহত হয়েছে। তাদের অনেকের কামড়ে গভীর ক্ষত হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮০ জন। গত মঙ্গল ও বুধবার (২৫ সেপ্টেম্বর) তারা আক্রান্ত হয়। হঠাৎ করে শহরের বেওয়ারিশ কুকুরের এমন আচরণে আতঙ্ক দেখা দিয়েছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, ‘মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ৮০ জন চিকিৎসা নিয়েছে। কয়েকজন হাসপাতালে ভর্তিও আছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, শহরের কে কে রায় সড়ক থেকে ভেদভেদী হয়ে আসামবস্তি পর্যন্ত এই পুরো এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। হঠাৎ করে কী কারণে বেওয়ারিশ কুকুরের কামড়ে এত মানুষ আক্রান্ত হচ্ছে, এটা ভাবনার বিষয়। দুয়েকটি পাগলা কুকুর যদি কামড়ায় তাহলে তো এত মানুষ আক্রান্ত হওয়ার কথা না।’

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম ফজলুল হক জানান, শহরের কুকুরের কামড়ে আহত হওয়ার খবর আমরা পাইনি। প্রাণিসম্পদ বিভাগ আহত কুকুরকে চিকিৎসা ও বন্ধ্যাকরণ করে থাকে।

পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় বেওয়ারিশ কুকুর দেখভাল করে থাকে সংশ্লিষ্ট পৌরসভা ও সিটি করপোরেশন। এ ছাড়া বেওয়ারিশ কুকুরের জন্মনিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কর্মসূচি করা হয়ে থাকে। এবং বন্ধ্যাকরণ কার্যক্রম সংশ্লিষ্ট পৌরসভা বা সিটি করপোরেশনের সঙ্গে প্রাণিসম্পদ বিভাগও সহযোগিতা করে থাকে।

ফজলুল হক বলেন, ‘বেওয়ারিশ কুকুরের বিষয়টি দেখাশোনা করে থাকে পৌরসভা ও সিটি করপোরেশন। রাঙামাটিতে কুকুর বন্ধ্যাকরণের কোনো প্রকল্প নেই।’

এদিকে রাঙামাটি পৌরসভার বেওয়ারিশ কুকুরের বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ সংক্রান্ত পরিসংখ্যান তৈরির দায়িত্ব কার, এ নিয়েও পরস্পরের ওপর দায় চাপাচ্ছে পৌরসভা ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

পঞ্চগড়ে আহত অন্তত ১৪

পঞ্চগড়ে কুকুরের কামড়ের শিকার হয়েছে অন্তত ১৪ জন। বুধবার রাতে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা নিয়েছে। আক্রমণের শিকার বেশিরভাগ মানুষের পায়ে কামড়েছে কুকুর। কারও হয়েছে গভীর ক্ষতও। তবে এখনও উন্মত্ত কুকুর শনাক্ত করা যায়নি। 

ভুক্তভোগীদের বর্ণনা মতে, হালকা হলুদ গলা সাদা-কালো দুটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে এভাবেই তাণ্ডব চালাচ্ছে। কুকুরগুলো শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আরও অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারে বলে আশঙ্কা করছে তারা। এদিকে কুকুর ধরতে পৌরসভার পক্ষ থেকে একটি দল কাজ শুরু করেছে। 

কুকুরের আক্রমণের শিকার ফেরদৌস আলী বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে গেটের সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম। এ সময় হালকা হলুদ ও গলা সাদা একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। আমি পড়ে যাই। পরে আমার সঙ্গে থাকা স্যার আমাকে হাসপাতালে নিয়ে আসেন। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, এখন পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১৪ জন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছে। কারও কারও গভীর ক্ষত থাকায় ইনজেকশন দেওয়া হয়েছে। 

পঞ্চগড় পৌরসভার প্রশাসক আব্দুল কাদের বলেন, আমরা বিষয়টি জানার পর কুকুর শনাক্ত করে ধরতে একটি টিম গঠন করেছি। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির খোঁজ করছে। আমরা ধারণা করছি একটি কুকুর মানুষকে আক্রমণ করছে। এ বিষয়ে আমরা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা