× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭ পিএম

চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগ তুলে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নিহত ইসরাফিল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি। শৈলাট মেডিকেল মোড় মসজিদের ব্যাটারি চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

অভিযুক্তরা হলো একই ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন, মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মণ্ডল এবং মৃত টেপপাঞ্জুর ছেলে শফিকুল ইসলামসহ অজ্ঞাত ৬/৭ জন। কামরুল হাসান লিটন স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিহতের বাবা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৭টায় অভিযুক্তরা তার ছেলেকে গলা চেপে ধরে বাড়ি থেকে ডেকে শৈলাট মেডিকেল মোড় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদে তাকে হাত পা বেঁধে শরীরের গরম পানি ঢেলে দেয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে ছেলেকে পিটিয়ে দুই পা ভেঙে দুপুর ২টা পর্যন্ত মাঠে ফেলে রাখে। শরীরে গরম পানি ঢেলে দেওয়ায় ইসরাফিলের দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফুসকা পড়ে যায়। খবর পেয়ে বাবা নিজে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে। হামলাকারীরা তার ছেলেকে চাপ প্রয়োগ করে তাদের শিখানো জবানবন্দি ও সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং ছেলের বাবার কাছ থেকেও জোরপূর্বক নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হামলাকারীরা বাবা ও ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ২৬ সেপ্টেম্বর ওই হাসপাতাল থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

অভিযুক্ত কামরুল হাসান লিটনকে ফোন দিলে বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ওই ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা