আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফের ১ কোটি টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা থেকে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত লাগোয়া বাউতলা এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় কয়েকটি কার্টন থেকে ২ হাজার ৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ১ কোটি ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।