মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৩ এএম
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে।
নিহতরা হলেন শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাক শ্রমিক ফুলি ও বিথি। এ ছাড়া শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা মারা যান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে শিবালয়ের বোয়ালিয়া ব্রিজ এলাকায় মানিকগঞ্জের নয়াডিঙ্গিতে অবস্থিত তারাসিমা গার্মেন্টসের কর্মীবাহী বাস ও আরিচাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পোশাক শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২১ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর পোশাক শ্রমিক সাবিনা মারা যান। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।