× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই সদস্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪ পিএম

জেব্রা শাবক দুটি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রবা ফটো

জেব্রা শাবক দুটি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে এলো নতুন দুই সদস্য। নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা এখন ৩০টি। গত ২২ ও ২৪ সেপ্টেম্বর নতুন জন্ম নেওয়া দুই শাবককে জেব্রার পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে। গতকাল বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা ইকুইডর পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এরা পাল ধরে ঘুরে বেড়ায়। যারা তাদের স্বতন্ত্র কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা, মায়া হরিণসহ আরও কিছু প্রাণী বসবাস করে।



তিনি আরও জানান, পার্ক কর্তৃপক্ষ জন্ম নেওয়া শাবকদের অন্যান্য প্রাণী থেকে বাঁচাতে বিশেষ নজরে রেখেছে। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। বর্তমানে সাফারি পার্কে মোট জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদী।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা নিয়ে আসা হয়। জেব্রাগুলো পার্কের আফ্রিকান সাফারি অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ড বিস্ট, জিরাফ, গ্যাজেল, ল্যান্ডকমন, চিত্রা, মায়া হরিণসহ বেশ কিছু প্রাণী বসবাস করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা