× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে হামলা ও ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে হামলা ও ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের সোয়েটার কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কারখানার সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করে এক পক্ষ। আতঙ্কে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল ১০টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে (২ নম্বর সিঅ্যান্ডবি সংলগ্ন) এসকিউ সেলসিয়াস লিমিটেড নামক সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে।



কারখানাটির মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন জানান, এসকিউ গ্রুপের ঝুট ব্যবসার জন্য স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার জমা দেন। তাদের মধ্যে থেকে চঞ্চল এন্টারপ্রাইজকে ওয়ার্ক অর্ডার দেয় কারখানা কর্তৃপক্ষ। এ খবরে ওয়ার্ক অর্ডারের জন্য আবেদন করা অন্যান্য প্রতিষ্ঠানের লোকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে এ বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।


চঞ্চল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এসএম পলাশ বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাকে ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) দেয়। সে অনুযায়ী গতকাল ঝুট বের করার জন্য আমার দুটি পিকআপ কারখানায় প্রবেশ করে। পরে সকাল ১০টার দিকে অপরপক্ষ আবুল কালামের লোকজন লাঠিসোটা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর করে। এ সময় ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করে।



অভিযোগের বিষয়ে এসএম আবুল কালাম আজাদ জানান, এসকিউ সেলসিয়াস লিমিটেডের ঝুট ব্যবসার জন্য আমি কোনো ওয়ার্ক অর্ডার জমা দিইনি। আমার বিরুদ্ধে হামলার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কে বা কারা হামলা করেছে আমি কিছুই জানি না।

শ্রীপুর থানার ওসি জয়নাল অবেদীন মণ্ডল জানান, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক এসএম পলাশ এবং আবুল কালাম আজাদের লোকজনের মধ্যে কারখানার বাইরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং কারখানায় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা