× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল শারকিয়ার ৩২ জনের জামিন বাতিল

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৭ পিএম

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল শারকিয়ার ৩২ জনের জামিন বাতিল

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩২ জনের জামিনের আদেশ বাতিল করা হয়েছে। মঙ্গলবার তাদের জামিন দিয়েছিলেন আদালত। জামিনের শর্ত লঙ্ঘন করায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন আদেশ বাতিল করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিননামা বাতিলের আদেশে বলা হয়, আসামিদের পক্ষে যে জামিননামা দাখিল করা হয়েছে, সে জামিননামা পর্যালোচনা করে দেখা গেছে প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি। তার নাম ইমান হোসেন। তিনি বান্দরবান সদরের থানা কোয়ার্টারের মো. খলিলের ছেলে। অথচ আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই। চারটি মামলার জামিনদার একই ব্যক্তি এবং তার বাড়ি বান্দরবান। এদিকে কোনো আসামির বাড়িই বান্দরবান নয়। জামিনের শর্ত অনুযায়ী, আসামিদের স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় এবং জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা বাতিল করা হলো।

জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছিল র‍্যাব। তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। গ্রেপ্তারদের মধ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র‍্যাব গণমাধ্যমকে জানায়।

২০২৩ সালের ৯ আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থি। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা