চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
কুমিল্লা থেকে বিয়ের জন্য চট্টগ্রামে পালিয়ে আসা এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশের ভাষ্যমতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী এলাকার একটি নির্মাণাধীন ভবনে ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় আবুল কালাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, বিয়ে করার জন্য কুমিল্লা থেকে পালিয়ে চট্টগ্রামে এসেছিল নির্যাতনের শিকার কিশোরী ও তার সঙ্গে থাকা কিশোর। তাদের দুইজনের বাড়িই কুমিল্লায়। সোমবার কুমিল্লা থেকে ট্রেনে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিল তারা। ট্রেন থেকে নেমে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তারা। পথিমধ্যে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কথা বলে কিছু যুবক তাদের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে কিশোরকে আটকে রেখে পাঁচ যুবক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে।
ওসি আরও বলেন, তখন দক্ষিণ খুলশী এলাকার কিছু স্থানীয় লোক বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোর-কিশোরীকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আবুল কালাম নামে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় মামলা হয়েছে।