× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ৪

সিলেট অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে বিজিবি। প্রবা ফটো

ভারতে পালিয়ে যাওয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে বিজিবি। প্রবা ফটো

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডোনা সীমান্তের মিকিরপাড়া এলাকায় বিজিবি টহল দেয়ার সময় বাংলাদেশ সীমান্তের ১৩৩২ নম্বর পীলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার পুত্র আজগর মোল্লা, শেখ আক্তারের পুত্র মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ, আব্দুর রহমানের পুত্র শাখাওয়াত কবির। তারা স্থানীয় মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার পুত্র সেলিম উদ্দিন ও শাহিন আহমদের সহযোগিতায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেলিম উদ্দিন ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ডোনা বিজিবি ফরিদপুর জেলার চার ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা করছেন। আটককৃতদের সহযোগি সেলিম উদ্দিনকেও আসামি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, আটককৃত ওই চার ব্যক্তি সোমবার রাতে মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার পুত্র শাহিন আহমদ ও তার ভাই সেলিম উদ্দিনের বসত বাড়িতে অবস্থান করে। পরে মঙ্গলবার সকালে শাহীন ও সেলিমের সহযোগিতায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা জানায়, সীমান্তের ওপারে পৌঁছে দেওয়ার জন্য মিকিরপাড়া গ্রামের শাহিন আহমদ নামে এক ব্যক্তিকে ২৪ হাজার টাকা দিয়েছেন। সোমবার রাতে তার বাড়িতে অবস্থানও করেন। 

ডোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহজাহান বলেন, ভারতে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার চার ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা