প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২২ পিএম
ঘাতক ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু)। ফাইল ফটো
রাজধানী বনানীর মহাখালী ওয়ারলেস গেট ব্র্যাক ইউনিভার্সিটি সংলগ্ন একটি বাসার নিচতলা বন্ধু রেস্টুরেন্ট থেকে মো. মশিউর রহমান ভূঁইয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) অমিত কুমার সাহা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে মহাখালী ওয়ারলেস গেটের বিপরীতে একটি বাসার নিচতলায় বন্ধু রেস্টুরেন্ট নামের একটি হোটেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই হোটেলের পিয়ন আল আমিনের মুখে জানতে পারি গতকাল সন্ধ্যার দিকে খাবার নিয়ে ভিতরে গিয়ে দেখে মশিউর রহমান ওপরে আছে পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। নিহতের ছোট ভাই ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু) মাদকাসক্ত ছিল। ভাইয়ের কাছে নেশার টাকা চাওয়ায়, টাকা না দিলে লোহার বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই মশিউরের মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নিজ বাসা মহাখালীর ওয়ারলেস গেট এলাকার নুরুল ইসলাম ভূঁইয়ার সন্তান। নিহত চার ভাই সে ছিল সবার মধ্যে বড়। এই ঘটনায় ঘাতক ফরিদ উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে।