আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৭ পিএম
গ্রেপ্তারকৃত আটজন। ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষে উস্কানি দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, আজ মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই, মো. জাহিদুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুরের রনি, কুমিল্লার বড়ুরার শাহাপরান, টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জাহিদুল ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কর আলী।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, আশুলিয়াসহ ঢাকার পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্পখাত ধ্বংসে শ্রমিকদের উষ্কানি দিয়ে আসছে। সাম্প্রতিক পোশাক কারখায় আন্দোলনরত শ্রমিকদের উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতির ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আট জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।