রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৬ পিএম
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজকে ইউনিয়নে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র তিন দিনের জন্য বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলাপ্রশাসক বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে ১ হাজার ৪০০ পর্যটক আটকা পড়েছে। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা কমিটির সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, সাজেকে ৪ দিন আটকে থাকার পর সাজেক ছেড়েছেন ১ হাজার ৪০০ শতাধিক পর্যটকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পর্যটকবাহী গাড়িতে করে সাজেক ছাড়েন তারা। আবার অনেকে হেলিকপ্টার ভাড়া করেও সাজেক থেকে ফিরে গেছেন। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে সাজেকে অবস্থান করা সব পর্যটক নিজস্ব গাড়ি ও পর্যটকবাহী গাড়িতে করে সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই, একেবারে শূন্য।’
তিনি আরও বলেন, ‘অবরোধে গাড়ি চলাচল করতে না পারায় এখানে খাবার, বিদুৎ, জ্বালানি তেল ও পানির সমস্যা হয়েছিল। তবে আমরা সকল ব্যবসায়ীরা মিলে সে সমস্যার সমাধান করেছি। পর্যটকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি।’
সাজেকে গত শুক্রবার সকালে বেশ কিছু পর্যটক বেড়াতে গিয়ে শনিবার ফিরার কথা থাকলেও খাগড়াছড়ির, দিঘীনালা ও রাঙামাটিতে সহিংসতার ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ এর গত শনিবার সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকায় সাজেকে বেড়াতে গিয়ে চার দিন আটকা পড়ে প্রায় ১ হাজার ৪০০ শতাধিক পর্যটক। এতে সাজেকে পর্যটকের জন্য পর্যাপ্ত খাবার সেখানে মজুদ না থাকায়, খাবার, জ্বালানি তেল, জ্বালানি গ্যাস সংকটে বেশ কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে সাজেকে অবস্থান করা পর্যটকদের খাবার সংকট দেখা দেয়।