খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৩ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২ পিএম
প্রায় চার দিন আটকে থাকার পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।
জানা গেছে, খাগড়াছড়িতে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌ পথ অবরোধের ফলে বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েন। অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে ২১ সেপ্টেম্বর থেকে বাঘাইহাট-সাজেক জোনের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর চেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এবং মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচল উপযোগী করা হয়।
এ ছাড়া ২০ সেপ্টেম্বর রাতে শুকনাছড়া ও উলুছড়ায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়, ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ২৩ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০ থেকে ৭৫ শতাংশ মওকুফ করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাস্তার সব বাধা অপসারণের পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্ট সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এদিন ১ হাজার ৪০০ জন পর্যটক ২৪৪টি লোকাল যানবাহন (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) যোগে সেনাবাহিনী ও পুলিশ এসকর্ট সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরে আসছে।