গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৬ পিএম
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এর জেরে উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার এলে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত হন আরও একজন। এর জেরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন বলেন, বাস চাপায় এক নারী নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহত বাসের চালক ও হেল্পারকে হাসপাতালে নিয়েছে।