× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোড পারমিট পেতে আলটিমেটাম আইদি পরিবহনের

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

আইদি পরিবহন। প্রবা ফটো

আইদি পরিবহন। প্রবা ফটো

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে আইদি পরিবহনের রোড পারমিট পেতে এক মাসের আলটিমেটাম দিয়েছে মালিকপক্ষ। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করেও বিগত ১ বছরে রোড পারমিট না পাওয়ায় এই আলটিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইদি পরিবহনের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী এই দাবি করেন।

তিনি বলেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক মাসের মধ্যে অনুমোদন না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আরেক উপদেষ্টা তাজুল ইসলাম সুমন বলেন, কুমিল্লায় একটি কাউন্টার ভাড়া নিয়েছি। আওয়ামী লীগের এমপির নাম ভাঙ্গিয়ে সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে আইদি পরিবহন নিয়ে সরে আসার জন্য হুমকি দিয়েছিল। তা না হলে সব পুড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরে আমরা সেখান থেকে চলে আসি। এখন পরিবহনটি চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত নয়টি স্টপেজে যাত্রী উঠানামা করছে।

আইদি পরিবহনের ম্যানেজার মনির হোসেন জানান, আইদি পরিবহনের ২০টি গাড়ি এখন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চলছে। আরো প্রায় ৩০টি পরিবহন রয়েছে। কুমিল্লা পর্যন্ত রোড পারমিট পেলে সবগুলো গাড়ি যাত্রী সেবায় নিয়োজিত করা হবে।

তিনি আরও জানান, আইদি পরিবহনের রোড পারমিট দিয়েছে চাঁদপুর জেলা বিআরটিএ। আর বোগদাদ পরিবহনকে দিয়েছে কুমিল্লা বিআরটিএ। তাহলে তারা যদি চাঁদপুরে ঢুকতে পারে, আমরা (আইদি পরিবহন) কেন কুমিল্লা ঢুকতে পারব না। আগামী এক মাসের মধ্যে রোড পারমিট দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

সংবাদ সংম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা