কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম
প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ আগুনে চারটি কলোনির শতাধিক কক্ষ পুড়ে গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌচাক হাজী মার্কেট এলাকার কলোনিতে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেকার হোসেন রায়হান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে কালিয়াকৈরে মৌচাক হাজী মার্কেট এলাকায় সুলতান মিয়ার বাড়ির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তে সে আগুন পাশের কলোনিগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে চারটি কলোনির শতাধিক কক্ষ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে কলোনির সুলতান মিয়ার ৪৫টি কক্ষ, অখিল মিয়ার ৩৫টি, শাহাদাত হোসেনের ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এসব কক্ষ থেকে ভাড়াটিয়ারা বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত থাকায় কোনো মালামালই বের করতে পারেননি ক্ষতিগ্রস্তরা।
তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেকার হোসেন রায়হান চৌধুরী বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।