মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম
বাগেরহাটের মোংলায় ভাড়াবাসা থেকে আনিকা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের মাদ্রাসা রোড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের স্ত্রী। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন তুফান শেখ। পরিবারের অভিযোগ তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যা। তবে মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।
আনিকার মা বলেন, তুফান তখন কোনো কাজ করত না, এ নিয়ে তাদের
মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলত। কয়েকদিন আগেও মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে
প্রায়ই বলত আপনার মেয়েকে মেরে ফেলব। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি এর
বিচার চাই।