কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ শহীদ উল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেছেন।
এর আগে তিনি চট্টগ্রামে রাঙ্গাদিয়া সিইউএফএলের অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বন) এর দায়িত্ব পালন করেছেন।
এদিকে নব যোগদানকৃত কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান কেপিএমের ঊর্ধ্বতন কর্মকর্তা মঈদুল ইসলাম, আবুল কাশেম, আল মাহামুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি আবু সরোয়ারসহ কেপিএম এর বিভিন্ন বিভাগীয় শাখা প্রধান, কর্মকর্তা, কর্মচারীরা।