নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬ পিএম
রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ আদালত চত্বরে বিক্ষোভ করেছে রূপগঞ্জবাসী। ছবি: সংগৃহীত
রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ আদালত চত্বরে বিক্ষোভ করেছে রূপগঞ্জবাসী। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ বিক্ষোভ করেন তারা।
আইনজীবী আনিসুর রহমান বলেন, ‘যে মামলাগুলোতে রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে আসামি করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে দেখতে পেরেছি, এই ঘটনাগুলোতে তিনি মোটেও জড়িত নন। মামলার বাদীরাও চিনেন না মিজানুর রহমানকে। আমরা বলতে চাই, আইনের সঠিক চর্চা হলে শিগগিরই বেকসুর খালাস পাবেন মিজানুর রহমান।’
এর আগে, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।