× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুরের চেষ্টায় আটক ৬

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৫ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫২ পিএম

কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুরের চেষ্টায় আটক ৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা আজ সোমবার সকালে বিক্ষোভ শুরু করেছে। তারা প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আটকরা হলেন খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জল হোসেন, শাকিল আহাম্মেদ ও মোবারক হোসেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো উপজেলার সফিপুর বাজার এলাকার মাহমুদ ডেনিম, বক্তারপুরের ইকু নিট (সামহার) ও কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড।

এ ছাড়া সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি কারখানার শ্রমিকরা।

শিল্পপুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌচাকের কোকোলা ফুড প্রডাক্ট লিমিটেডের শ্রমিকরা রবিবার সকালে কাজে যোগদান করে। সকাল সাড়ে ১০টার দিকে তারা হঠাৎ মজুরি ন্যূনতম সাড়ে ১২ হাজার টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বার্ষিক ছুটিসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধে করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও ফের আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ করে। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানা বন্ধ থাকার পরও কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে শিল্পপুলিশ, থানা পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ সময় কারখানার ভেতরে অবৈধভাবে প্রবেশ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে সেনা সদস্যরা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে শ্রমিকদের কারখানা এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

কারখানার শ্রমিক আব্বাস উদ্দিন বলেন, ‘আমাদের কারখানায় ৫ হাজারের বেশি শ্রমিক কাজ করে। তাদের সর্বনিম্ন বেতন দেওয়া হয় ৮ হাজার টাকা। এ টাকায় ঘর ভাড়া আর খাওয়াদাওয়া করে জীবনযাপন করতে পারছি না। তাই অনেক দিন ধরেই সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা করার দাবি জানিয়ে এলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের কথাও শুনতে চায়নি।’

এদিকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগরে বিক্ষোভ করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। পাশাপাশি বাঘের বাজার গোল্ডেন রিপিট গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে আন্দোলন করছে। তবে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

গাজীপুর শিল্পপুলিশের (জোন-২) পরিদর্শক নিতাইচন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকরা কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় সেনা সদস্যরা কয়েকজনকে আটক করেছেন। শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ জানান, কালিয়াকৈর থেকে সেনাবাহিনী ছয়জনকে আটক করেছে বলে জানতে পেরেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা