× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব নদী দিবস

‘প্লাস্টিক বর্জন করুন পরিবেশের ভারসাম্য রক্ষা করুন’

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম

‘প্লাস্টিক বর্জন করুন পরিবেশের ভারসাম্য রক্ষা করুন’

‘নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধ্বংস করব না, প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়, মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, প্লাস্টিক বর্জ্য বর্জন করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, নদী বাঁচলে বাঁচবে দেশ’ এমন স্লোগানে নদীকে দূষণমুক্ত রাখতে বরগুনায় প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপারস বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সহযোগিতায় বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার মাছবাজার সংলগ্ন খাকদোন নদী ও ভাড়ানী খালের মোহনায়, তালতলীতে শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধে পায়রা (বুড়িশ্বর) এবং পাথরঘাটা উপকূল এলাকায় মানববন্ধন করা হয়। এতে কয়েকশ স্থানীয় লোকজন অংশগ্রহণ করে।

দীপাঞ্চল উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনার সমন্বয়ক মুশফিক আরিফ, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাবু, সুশীলনের প্রতিনিধি জগন্নাথ রায়, যুব বাপার সমন্বয়ক আল আমিন, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর আবিদ হাসান সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ওয়াটার কিপারস বাংলাদেশের তালতলীর সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

যুব বাপার সমন্বয়ক আল আমিন বলেন, পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নদী দখল হচ্ছে, প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে মাছসহ সামুদ্রিক সম্পদ। দ্রুত এই প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানানো হয়। মেহেদী শিকদার বলেন, আমরা দুদিনের আল্টিমেটাম দিয়েছি, বিষখালী নদীর পাড় থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ না হলে কঠোর পদক্ষেপসহ পৌরসভা ঘেরাও করা হবে।

আরিফুর রহমান বলেন, আমাদের নদীগুলো নানাভাবে প্রভাবশালী মহল দখল করে ফেলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লা পরিবহনে নদীতে জাহাজ চলাচল করছে, বিদ্যুৎকেন্দ্রের দূষিত পানি ও বর্জ্য নদীতে ফেলার কারণে পায়রা (বুড়িশ্বর) দূষণ হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীগুলো ভাঙনের কবলে। জাহাজ চলাচলের কারণে স্থানীয় জেলেদের জাল-দড়ি ছিঁড়ে যায়, যার ফলে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অব্যাহতভাবে কয়লা ও বর্জ্য নদীতে পড়ার ফলে একসময় নদী মাছশূন্য হয়ে যাবে। ইলিশের অভায়শ্রম নষ্ট হবে। জেলে ও নদী তীরবর্তী মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যাবে এবং তারা জাতীয় উন্নয়নে বোঝা হয়ে দাঁড়াবে। এই সকল মানবসৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।

অধ্যাপক রফিকুল ইসলাম টুকু বলেন, শিগগির বরগুনার খাকদোন নদী অবৈধ দখলমুক্ত ও প্রবাহ সচল করতে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি করা হবে। 

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকার ওপর প্রভাব পড়েছে। মানুষের অবাধ প্লাস্টিক ব্যবহারে নদী দূষণ-দখল তো হচ্ছেই; পাশাপাশি পরিবেশ ও সামুদ্রিক মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। এ কারণে মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। আমরা মাকে যেমন যত্ন করি, ভালোবাসি, তেমনি নদীও আমাদের মা; মাকে ধংস নয়, আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে।

ধরা এবং ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখার আয়োজনে এসব কর্মসূচিতে বরগুনা সাইক্লিং কমিউনিটি, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, যুব বাপা, সুশীলন এবং দীপাঞ্চল উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা