সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮ পিএম
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরোনো বাসস্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় ‘খুনি মান্নানের ফাঁসি চাই’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি বিভিন্ন রকম স্লোগান দেন তারা।
এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। আমরা দাবি জানাই, সাবেক পরিকল্পনা মন্ত্রীর ফাঁসিসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গত ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।