সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৮ পিএম
সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ফাইল ফটো
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, ৪ আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এমএ মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এই ঘটনাসহ ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে চাওয়া হবে।
৪ আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার
ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ
বাদী হয়ে ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা করেন।
এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই
নম্বর আসামি করা হয়েছে।