× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজিতপুরের সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ।

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ।

৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করায় কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল মামলাটি দায়ের করেন। মামলায় ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ ২০১২-২০১৩ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর রিটার্নে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানী ও বিগত দিনের সঞ্চয়সহ মোট ২ কোটি ৭ লাখ ২৬ হাজার ১০০ টাকা আয় এবং পারিবারিক ও অন্যান্য খাতে মোট ৬০ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা ব্যয় দেখিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী ফরম মূলে সম্পদ বিবরণী দাখিলের একদিন আগে তার বড় ভাই আফজাল হোসেনের কাছ থেকে জনতা ব্যাংক রমনা কর্পোরেট শাখার চলতি হিসাবের মাধ্যমে ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। উল্লিখিত ঋণ বাদে তার নীট সম্পদের মূল্য ৭ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। এক্ষেত্রে ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার সম্পদের বিপরিতে বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি। 

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা