কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিতে শহীদ কুড়িগ্রামের ভোগডাঙ্গার ভগিরভিটার মো. নুর আলম মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) বিকালে জেলার ভোগডাঙ্গায় নুর আলমের পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য ভোগডাঙ্গায় যান জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় তিনি পারিবারিক কবরস্থানে শায়িত নুর আলমের কবর জেয়ারত করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাছে পেয়ে শহীদ নুর আলমের পিতা, মাতা ও সন্তান সম্ভবা স্ত্রী এবং নুর আলমের ছোটভাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
জেলা প্রশাসক কুড়িগ্রাম এ সময় তাদর শান্তনা দেন এবং তার মায়ের হাতে ৫০ হাজার টাকা এবং নুর আলমের সন্তান সম্ভবা স্ত্রীর শারীরিক খোঁজখবর নিয়ে তার হাতে ফল তুলে দেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, নুর আলম এ দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেত পারেনা। তারা আমাদের জাতীয় বীর।
তিনি আরও বলেন, আমরা পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারের সদস্যদের কাছে যাবো এবং তাদের সহায়তায় যথাসাধ্য চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম আসাদ, সিভিল সার্জন ডা. মন্জুর ই মূর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বরমান হোসেন ও কুড়িগ্রাম সদর উপজলা নির্বাহী সাঈদা পারভীন, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান, বৈষম্যবিরাধী ছাত্র প্রতিনিধি মিনারুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।