× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের পুনর্বাসন সহায়তায় সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫ পিএম

ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন –প্রবা ফটো

ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন –প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘এক টাকায় বাজার’ আয়োজন করা হয়।

এ বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ বাজার থেকে ৫০০ পরিবার তাদের প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করে। যার মধ্যে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ-মুরগি, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্য রয়েছে। এছাড়া ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য সার ও বীজ বিতরণসহ ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম, জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, ফটিকছড়ির এসি ল্যান্ড (ভূমি) মো. মেসবাহ উদ্দিন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা