× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীগর্ভে বিলীন জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১ পিএম

নদীগর্ভে বিলীন জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার

কুষ্টিয়ায় পদ্মার তীব্র ভাঙনে জাতীয় গ্রিডের ৩২ নম্বর টাওয়ারটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে টাওয়ারটি ভেঙে যাওয়ার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় পদ্মায় বিলীন হয়ে যায় জাতীয় গ্রিডের ৩২ নম্বর বিদ্যুতের টাওয়ারটি। এ ছাড়াও পদ্মার ভাঙনে আরও চারটি টাওয়ারসহ হাজারো বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে। 

এদিকে দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছে এলাকাবাসী। 

এ বিষয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডিজিএম আনন্দ কুমার বলেন, জাতীয় গ্রিডের টাওয়ারটি ভেঙে যাওয়াতে মিরপুর তথা এ এলাকায় কোনো সমস্যা হবে না।

ভেড়ামারা জাতীয় গ্রিডের ইনচার্জ নুরজামান বলেন, লাইনটি ভেড়ামারা থেকে রাজবাড়ী গিয়েছিল। নদী ভাঙনের কারণে আগে থেকেই লাইনটি বন্ধ করা ছিল। টাওয়ার ভেঙে যাওয়ার ফলে জাতীয় গ্রিডে তেমন প্রভাব পড়বে না। রাজবাড়ী অঞ্চলে ফরিদপুর অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। 

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ও মিরপুর উপজেলার বহলবাড়িয়া, বারুইপাড়া ও তালবাড়িয়া ইউনিয়ন পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়ে। যার ফলে তীব্র ঝুঁকিতে রয়েছে ইউনিয়নগুলোর টিকটিকি পাড়া, সাহেবনগর, মির্জানগর ও তালবাড়িয়া গ্রামের হাজার হাজার মানুষ। ইতোমধ্যেই পদ্মার তীব্র ভাঙনে কয়েক কিলোমিটার ফসলি জমি বিলীন হয়ে গেছে। 

এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, প্রতিদিন পদ্মায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে নদীভাঙন রোধ করার চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা