কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৭ পিএম
প্রায় ১ মাসের অধিক সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল কাপ্তাই উপজেলাধীন
চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। গত বুধবার রাত থেকে উৎপাদনে ফিরেছে
প্রতিষ্ঠানটি। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ধাপে ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন
করেছে প্রতিষ্ঠানটি। এর আগে প্রায় ১ মাসেরও অধিক সময় ধরে কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির
কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ অবস্থায় ছিল।
কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, গত বুধবার সকাল
থেকেই কেপিএমের উৎপাদন চালু হওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত
শেষে গত বুধবার রাত থেকেই কেপিএমের উৎপাদন চালু হয়েছে। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে
কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে
কাগজ উৎপাদন বৃদ্ধি পাবে। ইতোমধ্যে কাগজ উৎপাদনে সব প্রক্রিয়া চালু হয়েছে।
এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে
মিলসের শ্রমিক কর্মচারীদের মধ্যে।
কেপিএমের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পেপার মিলসের উৎপাদন শুরুতে আমরা আনন্দিত। মিলসের এ উৎপাদন কার্যক্রম যেন চলমান রাখা হয়।