× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির চাপে ভেঙে পড়েছে সেতু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০ পিএম

পানির চাপে ভেঙে পড়েছে সেতু

টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রবল পানির চাপে সাতক্ষীরার কলারোয়ার বেত্রাবতী নদীর ওপর নির্মিত বিকল্প সেতুটি ভেঙে পড়েছে। ফলে কলারোয়া সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই উপজেলার ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেঙে যায় সেতুটি। 

স্থানীয়রা জানায়, কলারোয়া সদরের সঙ্গে জালালাবাদ, জয়নগর, দেয়াড়া, যুগিখালী, কয়লা ও পৌরসভার দুটি ওয়ার্ডের সঙ্গে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম বেত্রাবতী নদীর ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। টেন্ডারের পর এটি ভেঙে ফেলে নির্মাণকাজ শুরু হয়। এদিকে মানুষের যোগাযোগের জন্য তার পাশে একটি বিকল্প ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু সম্প্রতি নিম্নচাপের প্রভাব হওয়া অতিবৃষ্টির কারণে নদীতে পানি বাড়ার ফলে পানির প্রবল চাপে সে ব্রিজটি ভেঙে পড়েছে। 

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া উপজেলা পরিষদ, কলারোয়া থানা, স্কুল-কলেজ, পৌরসভা অফিসসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে যেতে পারছে না সাধারণ মানুষ। এর ফলে চরম বিপাকে পড়েছে তারা। 

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সেতু নির্মাণের কাজটি যেহেতু ইঞ্জিনিয়াররা করবে সে কারণে আমি এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।

সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ জানান, গতকাল তিনি ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করেছেন। সেখানে নতুন করে বেইলি সেতু করতে হবে। দ্রুতই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা