× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯ পিএম

আখাউড়া-সুলতানপুর সড়কের খড়মপুর বাইপাস এলাকায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ। বৃহস্পতিবার তোলা।

আখাউড়া-সুলতানপুর সড়কের খড়মপুর বাইপাস এলাকায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ। বৃহস্পতিবার তোলা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া-সুলতানপুর সড়কের খড়মপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলওয়ে সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া-সুলতানপুর সড়কের খড়মপুর বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণির দখলদার অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে দোকানপাট তৈরি করেছে। একাধিকবার অবৈধ জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা তা কর্ণপাত করেনি। অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া, রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ আখাউড়া থানা-পুলিশ, জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার সজিব মিয়া বলেন, রেলওয়ের পক্ষ থেকে অভিযোগ ছিল। তারা আমাদের চিঠি দেয়। অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু কেউই অবৈধ দখল সরিয়ে নেননি। তাই অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে আধা পাকা, টিনশেড দোকানপাটসহ অর্ধশত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা