× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিতে আহত বিড়াল, থানায় অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯ পিএম

গুলিতে আহত বিড়াল, থানায় অভিযোগ

এয়ারগানের গুলিতে আহত হয়েছে বিড়াল। তাই থানায় অভিযোগ নিয়ে হাজির হয়েছে বিড়ালের মালিক। বিড়ালের মালিক গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তাসফি ইসলাম পুষ্পা। 

গত মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশু পুষ্পা জানায়, তার প্রতিবেশী এক চাচার এয়ারগানের গুলিতে আহত হয় ‘মুনু’ নামে তার বিড়ালটি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল  দুপুরে এয়ারগানটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে প্রতিবেশী আবদুর রশিদ সপ্তম শ্রেণির ছাত্রী তাসফি ইসলাম পুষ্পার পোষা বিড়ালকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বিড়ালটির বাম চোখের নিচে গুলির আঘাত লাগে। এ নিয়ে প্রতিবাদ করলে আবদুর রশিদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

স্থানীয়রা জানায়, গত তিন মাস আগে আবদুর রশিদ আরেক প্রতিবেশীর মুরগিও গুলি করে মেরে ফেলেছিলেন। পরে অর্থের মাধ্যমে তা সমাধান করেন।

পুষ্পার বাবা ফরিদুল ইসলাম জানান, বিড়ালটির দুটি দুগ্ধপোষ্য বাচ্চা রয়েছে। গুলিবিদ্ধ বিড়ালকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ বলেন, এয়ারগানের গুলিতে আহত বিড়ালকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলির সিসা ক্ষতস্থান থেকে সার্জারির মাধ্যমে বের করা হয়েছে। বিড়ালটি এখন আশঙ্কামুক্ত।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভিযোগের ভিত্তিতে এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুর রশিদকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা