× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাচালানরোধে বিজিবির সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯ পিএম

চোরাচালানরোধে বিজিবির সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

পঞ্চগড়ে বাসিন্দাদের চিকিৎসাসেবা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিবির ও সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তঘেঁষা ঢাঙ্গীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়ন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ-নুর-ই-আলম, ঢাঙ্গীপুকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য ও গরুসহ যেকোনো চোরাচালানের সঙ্গে জড়িত না হওয়া, বাংলাদেশি লোকজন বা গবাদীপশু দ্বারা ভারতীয় কৃষকের ফসল নষ্ট না করা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোনো ধরনের গুজব প্রচার না করা এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের অধিক উচ্চতার ফসল চাষাবাদ না করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। 

বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বয়সি নারী, শিশু ও পুরুষদের স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। অন্তত ৮০০ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা