× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, সংবাদ পেয়ে বাবার মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পাঁচ দিনের ছুটি নিয়ে অসুস্থ বাবাকে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহতের খবর বাড়িতে পৌঁছালে তার অসুস্থ বাবাও মারা যান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দায় দুর্ঘটনার কবলে পড়েন শরিফুল।

নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকি জানান, বৃহস্পতিবার  এসআই শরিফুল ইসলাম মোটরসাইকেলযোগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরছিলেন। পথে বামনকান্দায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, এসময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যু খবর বাড়িতে জানানো হলে তার অসুস্থ বাবা মারা গেছেন বলে জানতে পেরেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা