× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনায়েতপুর থানার লুট হওয়া অস্ত্র, পুকুর থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম

উদ্ধারকৃত অস্ত্র । প্রবা ফটো

উদ্ধারকৃত অস্ত্র । প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এনায়েপুর থানার পশ্চিম পাশের একটি পুকুরের তলদেশ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া অস্ত্র দুটির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেন।

সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ-আল-আমীন বলেন, যৌথবাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানার পশ্চিম পাশে টানা দুদিন পুকুর সেচের পর দুটি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি রওশন ইয়াজদানী বলেন, সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯১১ টি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

প্রসঙ্গত. গত ৪ আগষ্ট সরকার পতনের আন্দোলনে এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৬টি অস্ত্র সহস্রাধিক গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনার বিশ দিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার আসামি করে এনায়েতপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা