× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

নরসিংদী কারাগার থেকে পলাতক এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদী কারাগার থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী আবু কালাম উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আবু কালামের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় সে কারাগারে ছিল। গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দি পালিয়ে যায়। আবু কালামও তখন পালিয়ে যায়। আজকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা