× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণার কেন্দুয়া

অসদাচরণ-যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক তালাবদ্ধ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

 কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, যৌন নিপীড়ন ও স্থানীয় প্রভাব বিস্তারের অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে প্রায় দুই ঘণ্টা বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে সেনাবাহিনী ওই বিদ্যালয়ে ছুটে গিয়ে তালাবদ্ধ শিক্ষক হারুন অর রশিদকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে সেনা সদস্যরা মদন সেনা ক্যাম্পে যেতে বললে তিনি সেখানে যান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের বাসিন্দা শিক্ষক হারুন অর রশিদ। তিনি কয়েক মাস পূর্বে জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বদলি হয়ে নিজ উপজেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। মাসখানেক আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী ও সহকারী শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অসদাচরণ ও যৌন নিপীড়নসহ নানারকম অভিযোগ তুলে অবিলম্বে তাদের বদলির দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয় এবং নিরাপত্তার স্বার্থে অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে কম যেতে ওই দুই শিক্ষককে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। 

এ অবস্থায় প্রধান শিক্ষক কবীর চৌধুরী প্রশাসনের নির্দেশনা মেনে চললেও সহকারী শিক্ষক হারুন অর রশিদ তা না মেনে স্থানীয় প্রভাব খাটিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া অব্যাহত রাখেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি যথারীতি বিদ্যালয়ে গেলে তাকে দেখে চরম ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।  একপর্যায়ে তারা শিক্ষক হারুন অর রশিদকে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে।

পরে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বিদ্যালয়ে ছুটে গিয়ে তালাবদ্ধ শিক্ষক হারুন অর রশিদকে উদ্ধার করে তাকে মদন সেনা ক্যাম্পে যেতে বললে তিনি সেখানে যান।

শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক কবীর চৌধুরী ও সহকারী শিক্ষক হারুন স্যারের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ ছিল। তদন্তে সত্যতাও পায় তদন্ত কমিটি। এরপর ইউএনও মহোদয় তাদের বদলি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসতে নিষেধ করেছিলেন। ইউএনও মহোদয়ের নির্দেশনা না মানায় আমরা এ পদক্ষেপ নিয়েছি। অভিযুক্ত দুই শিক্ষককে দ্রুত বদলি করে বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আহবান করেন তারা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বিদ্যালয়ে আসতে বারণ করেছিলেন ইউএনও মহোদয়। কিন্তু হারুন সাহেব নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে আসতেন। এতে শিক্ষার্থীরা ক্ষেপে উঠতো। অন্যান্য দিন ছাত্রদের থামাতে পারলেও আজকে আমাদেরসহ কক্ষে আটকে রাখে ছাত্ররা। পরে আমাদের চারজন শিক্ষককে বের হতে দিলেও হারুন সাহেবকে প্রায় দুঘণ্টা আটকে রাখে। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে মদন সেনা ক্যাম্পে নিয়ে গেছেন।

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, যেহেতু তাদের বিরুদ্ধ অভিযোগের সত্যতা পাই এবং শিক্ষার্থীরা তাদের প্রতি চরম ক্ষুব্ধ তাই কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য দুজনকে বিদ্যালয়ে কয়েকদিন না আসাতে বলেছিলাম। এরপরেও হারুন সাহেব প্রায় সময়ই বিদ্যালয়ে আসতেন এবং নানান কথা ছড়াতেন। এ নিয়ে ছাত্ররা উত্তেজিত ছিল। বৃহস্পতিবার স্কুলে আসলে তাকে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে।

ইউএনও আরও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় উর্ধ্বতন কতৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধ বিভাগীয় ব্যবস্থাসহ অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা