শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে এমএন্ডইউ কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উভয় পক্ষ শ্রীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার ওই কারখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- এমএন্ডইউ কারখানার ঝুট ব্যবসায়ী ওয়াদুদ মোল্লা, তার ছেলে তন্ময়, ভাই আবু সাঈদ মোল্লা, ইলিয়াস মোল্লা এবং সাখাওয়াত হোসেন মোল্লা। তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর পক্ষের আহতরা হলেন- শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি আফাজ উদ্দিন মোল্লা, মুনসুর আলম বাবুল, ফরহাদ মিয়া, মোন্তাজ উদ্দিন মোল্লা এবং তোফাজ্জল হোসেন। তাদেরেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে এমএন্ডইউ কারখানার সংলগ্ন ভাংনাহাটী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওয়াদুদ মোল্লাকে মারধর করা হয়। তাকে উদ্ধারে তার ছেলে তন্ময় এবং দুই ভাই আবু সাঈদ মোল্লা ও সাখাওয়াত হোসেন মোল্লা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে ওয়াদুদ মোল্লার লোকজন আফাজ উদ্দিন মোল্লা, মুনসুর আলম বাবুল, ফরহাদ মিয়া, মোন্তাজ উদ্দিন মোল্লা এবং তোফাজ্জল হোসেনকে মারধর করে আহত করে।
মোল্লার ছোট ভাই ইলিয়াস মোল্লা বলেন, ‘এমএন্ডইউ কারখানা কর্তৃপক্ষের কাছ বৈধ ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) নিয়ে দীর্ঘদিন যাবত ঝুট ব্যবসা করে আসছেন ওয়াদুদ মোল্লা। সম্প্রতি সরকার পরিবর্তনের পর থেকে শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি আফাজ মোল্লা তার ব্যবসা দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।’ তবে বিষয়টি অস্বীকার করেছেন আফাজ মোল্লা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।